চরকা রিপোর্ট
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১৫ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ময়মনসিংহে বন্ধ হয়নি কোচিং বাণিজ্য। কোচিং বন্ধের এ সরকারি ঘোষণাকে কাঁচকলা দেখিয়ে কোচিং সেন্টার খোলা রেখেছেন অধিকাংশ কোচিংবাজ শিক্ষক।
কোচিং সেন্টার বন্ধের নিষেদ্ধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহ নগরের বাউন্ডারি রোড ও নাহা রোডের বিভিন্ন কোচিং সেন্টার খোলে ক্লাশ নেওয়া হচ্ছে । বুধবার ও বৃহস্পতিবার সকাল ও বিকালে এসব কোচিং সেন্টার নিয়মিত ক্লাশ নিচ্ছে জবাবে কোচিং সেন্টার বন্ধের নিষেধেজ্ঞা নোটিশের খবর জানে না বলে কোচিং সেন্টারের কয়েকজন পরিচালক জানান আবার অনেকে অন্যেরা খোলা রেখেছে বলে এ দোহাই দিয়ে কোচিং কার্যক্রম চালু রেখেছেন।
এস এস সি পরীক্ষা সুষ্টু , সুন্দর, নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষে ১০ এপ্রিল থেকে এস এস সি, দাখিল পরীক্ষা শুরু হওয়ায় ৯ এপ্রিল জেলা প্রশাসক ময়মনসিংহে গণ বিজ্ঞপ্তি জারি করে। সেই গণ বিজ্ঞপ্তি তে ময়মনসিংহের সকল সদর সহ উপজেলায় কোচিং সেন্টার আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করে। সেই নিদের্শ অমান্য করে বেশ কয়েকটি কোচিং সেন্টার আদেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালু রেখেছে। কোথাও কোথাও সামনে দরজা বন্ধ করে ছাত্রছাত্রীদের ক্লাশ নেওয়া হচ্ছে ।ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের একটি কোচিং সেন্টারে সকালে ১১ টায় কোচিং ক্লাস চলছিল। গোপন সংবাদ পেয়ে সেখানে হাজির হলে দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করেই খোলা রাখার পাশাপাশি কোচিং সেন্টারটিতে ক্লাস নেয়া হচ্ছে। সেন্টারগুলোতে নামে মাত্র কোচিং বন্ধের সাইনবোর্ড ঝুলছে। অথচ বাইরে তালা ঝুলিয়ে ভেতরে ঠিকই চলছে কোচিং ক্লাস। এমনই চিত্রের দেখা মেলে নগরীর কোচিং পাড়ায়। আবার ছাত্রছাত্রী ক্লাশে ৫০ এর অধিক বলছেন প্রাইভেট প্রোগ্রাম চালু রেখেছেন।এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে মাসখানেক কোচিং সেন্টার বন্ধের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন খোলা রাখা হয়েছে, সেই প্রশ্নের নেই কোনো সদুত্তর। তবে কোচিং সেন্টার বন্ধে সরকারি নির্দেশনা থাকার পরও কোচিং কর্তৃপক্ষ খোলা রাখায় তারা ক্লাসে আসছে বলে দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের।
নিষেধাজ্ঞা অমান্য করলে কোচিং সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ময়মনসিংহ অতি ঃ জেলা প্রশাসক শিক্ষা লুৎফুন নাহার জানান এ বিষয়ে মোবাইল র্কোট পরিচালনা অব্যহত আছে ।
0 Comments