প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ জেলা আদালত সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


 

চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহ জেলা আদালত সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের বিভিন্ন আদালতের কার্যক্রম সমন্বয় করে জনগণের জন্য সহজে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন সরকারী বেসরকারী নানা উদ্যোগের মধ্য দিয়ে জনগনের সেবা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

Post a Comment

0 Comments