চরকা রিপোর্ট : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ এপ্রিল)। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ময়মনসিংহ বোর্ডে ১৫৬ টি কেন্দ্র মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৭২ জন। ময়মনসিংহে ৫৬ টি কেন্দ্র ছাত্রছাত্রী ৪৬ হাজার ৬৮৭ জন, জামালপুরে ৫২ কেন্দ্র ২৬ হাজার ৩৪৪ জন. নেত্রকোনা ২৬ টি কেন্দ্রে ১৯ হাজার ৬শ ৯৮ জন, শেরপুরে ১৩ টি কেন্দ্রে ১৪ হাজার ২৪৩ জন । ছাত্র ৫৪ হাজার ৪৬৫ জন ছাত্রী ৫২ হাজার ৫০২ জন ।
এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব বা ঘটনা, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’, ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন ২০০৬ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১০ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন নেয় এবং মোবাইল ফোনসহ যেকোনও প্রকার লেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনও মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করছি।
কন্টোলরুম
পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা
বোর্ডগুলোর তথ্য
সংগ্রহ
ও
সমন্বয়ের শিক্ষা
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও
উচ্চশিক্ষা বিভাগে
একটি
নিয়ন্ত্রণ কক্ষ
খোলা
হয়েছে। উপ পরীক্ষা নিয়ন্ত্রক
(মাধ্যমিক) সৈয়দ মাহবুবুল ইসলাম depconbisemym@gmail.com
0 Comments