চরকা ডেস্ক ঃ
ময়মনসিংহের ত্রিশালে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ত্রিশাল-বালিপাড়া সড়কের শেখ বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম অনুফা খাতুন (৩০)। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গৌরিপুর টেংগারপাড়া গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তবে নিহত অপর নারীর পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শেখ বাজার মোড় এলাকা অতিক্রম করার সময় কিশোরগঞ্জের তাড়াইলের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনুফা খাতুনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অজ্ঞাত পরিচয় আরেক নারীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক সোহাগসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments