স্টাফ রিপোর্টার ঃ
আগামী ২৫ এপ্রিল নগরীর সার্কিট হাউজ মাঠে জামায়াতের জেলা ও মহানগর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ময়মনসিংহে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সরকার ও দলীয় প্রধান এবং সংসদের প্রধান হিসেবে একই ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারবে না। এই পরিবর্তন না করে যদি নির্বাচন দেয়া হয়, তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না।
তিনি আরো বলেন, গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার যদি নির্বাচনের আগে না হয় আর কোনোভাবে নির্বাচনের পরে চলে যায়, তাহলে বিচার বিলম্বিত হবে এবং বিচার না হওয়ার আশংকা থেকে যাবে। গণহত্যাকারীদের আগে বিচার করে তারপর নির্বাচন দিতে হবে। আগামী ২৫ এপ্রিল নগরীর সার্কিট হাউজ মাঠে জামায়াতের জেলা ও মহানগর কর্র্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেলক হক আকন্দ, নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াতে আমীর কামরুল আহসান এমরুল ও সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সারসহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments