চরকা রিপোর্ট ঃ
জামায়াত এর আমির ডা. শফিকুল ইসলাম বলেছেন আমরা বৈষম্য মুক্ত , দূর্নীতি মুক্ত দুঃশাসন মুক্তু মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশ টি হতে হবে আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই।
ময়মনসিংহ মাহনগরের আমির ময়মনসিংহ জেলা শাখার আমির মাওলানা এমরুল হাসান এমরুলের সভাপতিত্বে শুক্রবার সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বিভাগীয় কর্মী সম্মেলনে জামায়াত এর আমির আরো বলেন সাড়ে ১৭ বছর পর মুক্ত পরিবেশে আজকে একত্রে মিলিত হতে পারছি। আমরা এমন এক বাংলাদেশ চাই কোন ধরনের জুলুম হবে না নতুন কোন ফ্যাসিবাদ জন্ম নিবে না , দূর্নীতি থাকবে না, বিচারে বাণী আর নিভৃতে কাদঁবে না, দল ধর্মের মধ্যে অধিকারে মধ্যে কোন বিভেদ থাকবে না । আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। জনগন এখন সাফার করছে। আমরা দেখি আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু।
তিনি বলেন, ‘ঐক্যের শক্তিতেই বিজয় আসবে, এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্য আমাদের নয়। সমস্ত মানুষের ভোট ও জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে।’
জামায়াতের আমির বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেয়া হবে না।’
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন।’তিনি বলেন, ‘দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে। সরকার যেন সেদিকে নজর দেয়।’
বর্তমানে দেশ যে ভাবে চলছে অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে আপনারা কি সন্তোষতুষ্ট আমরা বলি ফিফটি ফিফটি। দেশের সরকারও হয়তবা চেষ্টা করছে সরকারের যারা আছেন সকলের দৃষ্টি ভঙ্গি সমান না। কেউ কেউ টানে মক্কার দিকে কেউ কেউ টানে মস্কোর দিকে। দুটানা অবস্থা যাদের তাদের আবার বড় ক্ষতি হয়ে যায়।
বিভাগীয় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামায়াত এর ইসলামী এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড মতিউর রহমান আকন্দ,ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জামালপুর সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল ,কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড মতিউর রহমান আকন্দ,সামিউল হক ফারুকি, শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ,সামজ্জামান সোহেল, প্রমূখ
0 Comments