প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

মসিকের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন


 

চরকা রিপোর্ট ঃ

ইনস্টিটিউট ফর ইনভোয়নমেন্ট ডেবালপমেন্ট (আই ই  ডি) এর সার্বিক সহযোগিতায় এবং ময়মনসিংহ স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের উদ্যোগে বৃহস্পতি বার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে ক্রমবর্ধমান জনসংখ্যা ,অপরিকৈল্পিত নগরায়ন ও যথাযথ ড্রেনেজ ব্যবস্থার অভাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের(মসিক) জলাবদ্ধতা  সমস্যা ও নিরসনে করণীয়  শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয় ।

সংবাদ সম্মেলনে জন উদ্যোগের আহ্বায়ক আনোয়র কামাল রবীন সংবাদ সম্মেলনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  চলমান প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়নের অভাব। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বসতবাড়ি ও বাণিজ্যিক স্থাপনা, পলিথিনের ব্যাপক িএবং যত্রত্র ব্যবহারের ফলে বন্ধ হচ্ছে নালা, শহরের ড্রেনেজ ব্যবস্থার জীণর্তার  ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভকাব, প্রাকৃতিক খাল ওজলাধার ভরাট হয়ে যাওয়া, রাস্তার পাশে ও ড্রেনের মুখে ময়লা আর্বজনার জট, জলাবদ্ধতা নিরসনে পূর্বের প্রকল্প গুলোর কার্যকর বাস্তবায়নের অভাব প্রভৃতি কারণ সমুহ তুলে ধরেন । এছাড়া জলাবদ্ধতা নিসনে করণীয় এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতি সুপারিশমালা পেশ করেন।

সংবাদ  সম্মেলনে আইইডির ব্যবস্থাপক নুরনাহার বেগমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনউদ্যোগের সদস্য স্বাধীন চৌধুরী,আলী ইউসুফ, সুলতান আহম্মেদ,এবং আইইডির উন্নয়ন কর্মকর্তা ও জন উদ্যোগের সদস্য সচিব মোঃ শাখাওয়াত হোসেন।

Post a Comment

0 Comments