প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ দীর্ঘ যানজটে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অচল


 

চরকা ডেস্ক ঃ

বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের দফা দাবী আদায়ের জন্য ক্লাশ পরিক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসে।  শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ,নেত্রকোনা সহ  কয়েকটি রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় অচল হযে যায়, ঘন্টার পর ঘন্টা বাস,ট্রাক, সহ বিভিন্ন গাড়ি দাড়িয়ে থাকতে দেখা যায়। তবে ছা্ত্রছাত্রীদের  দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন পলিটেকনিকের ছাত্রছাত্রীরা    আন্দোলনে কয়েকজন শিক্ষকদেরও দেখা গেছে এর আগে গতকাল মঙ্গলবার সন্ধায় এক সংবাদ সম্মেলনের ৬ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আইইবি সভাপতি প্রকৌ: মুস্তাফিজুর রহমান , পলিটেকনিকের শিক্ষার্থী সাকিব জিলানী রামীম , রেদুয়ানুজ্জামান , ইমরান শেখ , এনায়েত আহমেদ রবিন সংবাদ সম্মেলনে উত্থাপিত ছয়টি যৌক্তিক দাবি নিন্মরূপ : () জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃক বাতিল করতে হবে , পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবর্তন মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে ( )ডিপ্লোমা ইন-ইঞ্জিরিয়ারিং কোর্সে যেকোন ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পুর্ন ইংরেজি মাধ্যমে চালু করতে হবে ( ) উপ-সহকারী প্রকৌশলী সমমান এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও , যেসব সরকারি , রাষ্ট্রয়াত্ব স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিন্মস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে , তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে ( )কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক , সহকারী পরিচালক , বোর্ড চেয়ারম্যান , উপ- সচিব , পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে () কারিগরি শিক্ষায় বৈষম্য দূরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রনালয় নামে স্বতন্ত্র মন্ত্রনালয় প্রতিষ্ঠা করতে হবে ( )পলিটেকনিক মনোটোনিক ইন্সটিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে

 

 

Post a Comment

0 Comments