প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

বিশ^ হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


 

 স্টাফ রিপোর্টার

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ১০ এপ্রিল জন্মদিন বিশ^ হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুৃরে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠিত হয়

সেন্টার ফর এডভান্স স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশ এবং হোমিও ডক্টরস এসোসিয়েশন(হোডা) ময়মনসিংহ জেলার উদ্যোগে আলোচনা সভায়  সেন্টার ফর এডভান্স স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সভাপতি (ময়মনসিংহ বিভাগ ) ডাঃ আনোয়ারুজ্জামান খান (রুমেল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগের) সহ সাংগঠনিক সম্পাদক  আবু ওয়াহাব আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম বাংলাদেশ এবং হোমিও ডক্টরস এসোসিয়েশন(হোডা) ময়মনসিংহ জেলার সভাপতি ডাঃ পরেশ চন্দ্র মোদক আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের সকল হোমিও প্যাথি চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে একটি ্যালী বের  হয়। আলোচনা শেষে কেক কাটা হয়

ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ সালে জার্মানীর মিশেন নামক স্থানে ১০ এপ্রিল জন্ম গ্রহন করেন এটি ছিল তার ২৭০ তম জন্মদিন ।গ্রামার স্কুল এবং সেইন্ট আফরা এর প্রিন্স স্কুলে লিপজিক বিশ^বিদ্যালয় এলাপ্যাথি চিকিৎনা শাস্ত্রে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। লিপজিগ বিশ^বিদ্যালয় কর্তৃ পক্ষ তাকে সম্মানার্থে আধ্যাপকের পদ প্রদান করেন। ১৯৭০ থেকে ১৮২১ সালের মধ্যে ডাঃ স্যামুয়েল হোমিওপ্যাথি উদভাবন করেন। ১৮৪৩ সালে জুলাই মৃত্যু বরণ করেন।


Post a Comment

0 Comments