স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘ক’ সার্কেল এর পরিদর্শক মোঃ
আমিনুল কবিরের নেতৃত্বে ১৪ মার্চ একটি আভিযানিক দল সকাল সোয়া ১০টার দিকে
জেলার গৌরীপুর থানাধীন শিবপুর গ্রামস্থ কইটাপুরী ব্রীজের পার্শ্বে
কিশোরগঞ্জ- ময়মনসিংহ মহাসড়কের উপর থেকে ৮ কেজি গাজাসহ এক নারী
গ্রেফতার
করেন।
সুত্র জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে “ক” সার্কেলের বিভাগীয় এ এস আই আমেনা
বেগম, সিপাই মোঃ রাজু মিয়া, সাব্বির আহমেদ, সালমান ফার্সী ও সারোয়ার
হোসাইন নোমান এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে গৌরীপুর থানাধীন
শিবপুর গ্রামস্থ কইটাপুরী যান। তারা অপেক্ষা করা সময়ে ঈশ্বরগঞ্জ থেকে
ময়মনসিংহ গামী একটি নম্বর বিহীন অটোবাইক আসিলে তাকে সিগন্যাল দিয়ে গতিরোধ
করেন। তারা অটোবাইকের পিছনের সিটে বসা একমাত্র যাত্রী মোছাঃ জেসমিন ও একটি
সবুজ রং এর ট্রাভেল ব্যাগ সহ আটক করেন। এ সময় পথচারিরা ভীর জমায়, তাদের
উপস্থিতিতে সবুজ রং এর ট্রাভেল ব্যাগটি তল্লাশী করে মোট ০৮ (আট) কেজি
উদ্ধার ও জব্দ করেস আভিযানিক টিম। আসামীর বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার, বিজয়
নগর থানার মেরাসানী গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী মোছাঃ জেসমিন
(৪০)। এ ব্যপারে একটি মামলা হয়েছে।
0 Comments