প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

৩১ দফা নিয়ে নগরের সকল ওয়ার্ডে এডভোকেট এম এ হান্নান খান

 

 

 


চরকা রিপোর্ট আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্র্বতী সরকারের সংস্কার কার্যক্রম সামনে রেখে দলের পূর্বঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফাকে ব্যাপক পরিসরে মানুষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চাওয়া, আগামীতে হাটে-ঘাটে-মাঠে সর্বত্রই ৩১ দফা আলোচিত হবে। এর অংশ হিসেবে বিএনপির ৩১ দফা নিয়ে নগরের সকল ওয়ার্ডে গত একমাস ধরে জনগনের সামনে সাবলিল  ভাবে উপস্থাপন করে যাচ্ছেন মহানগর বিএনপির যুগ্ন আহŸায়ক এডভোকেট এম হান্নান খান

বিএনপির ৩১ দফা গুলো লোকজনের সামনে খুবসহজ সরলভাবে  ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এবং পার্শ্ববর্তী এলাকায় বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট জনসম্মুখে প্রচারণাকালে... ময়মনসিংহ নগরীর আদালত প্রাঙ্গন, প্রশাসনিক ভবন এবং পার্শ্ববর্তী এলাকায় বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট জনসম্মুখে প্রচারণাকালে... দুপুরে ময়মনসিংহ নগরীর প্রেসক্লাব, গাঙ্গিনারপার, স্টেশনরোড পার্শ্ববর্তী এলাকায় বিএনপি' ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট জনসম্মুখে প্রচারণাকালে.....

মহানগর বিএনপির যুগ্ন আহŸায়ক এডভোকেট এম হান্নান খান জানান, এই ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। গত বছর এই রূপরেখা ঘোষণা করা হলেও এটি জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরা যায়নি। এজন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নসহ উপযুক্ত পরিবেশ না থাকার কথা বলছে বিএনপি। ফলে ৩১ দফা সম্পর্কে মানুষের ধারণাও স্পষ্ট নয়।

গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে ৩১ দফার প্রচার-প্রচারণায় নামে বিএনপি। এক-দেড় মাস ধরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের সারা দেশে যৌথ ক্যাম্পেইন চলছে। তারা একদিকে ৩১ দফা রূপরেখা এবং অন্যদিকে ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করছেন। গ্রামেগঞ্জে, হাটে-বাজারে, অফিস-আদালতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রচারণা চলছে। বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সারা দেশে প্রচারাভিযান চালাচ্ছে দলটি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে প্রচার কর্মসূচি চলছে। এর আগে প্রশিক্ষণ কর্মশালা করে প্রচারাভিযানের জন্য সারা দেশের নেতা-কর্মীদের পারদর্শী করে তোলার লক্ষ্যে কর্মশালার উদ্যোগ নেয় দলটি। ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেসংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলকরেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন বিধি সংশোধন প্রভৃতি। নেতারা আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ জাতিকে রক্ষা করতে হবে। জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে এম হান্নান বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।

 

Post a Comment

0 Comments