চরকা ডেস্ক
ময়মনসিংহে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০২ জন নারী মাদক
ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায়
গৌরীপুরের গাজীপুর
বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে গোপন সংবাদের গৌরীপুরের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা ১৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোছাঃ হামিদা বেগম। তার স্বামীর নাম মৃত হারেজ মিয়া ও রাবিয়া খাতুন। তার স্বামীর নাম মোঃ আম্বর আলী। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের কাশিনগরে। গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে রাতেই গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা গেছে।
0 Comments