প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ সন্দিগ্ধ আসামী গ্রেফতার

 

 


 

চরকা ডেস্ক
১৭ মার্চ রাতে সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী থানার দস্যুতা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ বাপ্পা আলী (২৮) কে গ্রেফতার করেছে ।


সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ একটি আভিযানিক দল ১৭ মার্চ ২০২৫ খ্রি. রাত অনুমান ২২.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগোদাম ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার দস্যুতার চেষ্টা মামলা নং-৫১, তাংঃ ১২/০৩/২৫খ্রিঃ, ধারাঃ ৩৯৩/৩৯৮ পেনাল কোড এর অন্যতম সন্দিগ্ধ আসামি মোঃ বাপ্পা আলী (২৮), পিতাঃ মৃত সাকির, সাং-পাটগুদাম বিহারিক্যাম্প, থানা-কোতোয়ালী,  জেলাঃ ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments