ডেস্ক রিপোর্ট ঃ
নারী দিবস অনুষ্ঠানে বক্তারা বৈষম্যমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দেন।"আমরা নারীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়তে তোলার স্বপ্ন দেখি। নারীরা একজন মানুষ এবং পুরুষের সমান এবং আমাদের মনে করা উচিত তাদের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব"
বৃহস্পতিবার বিকেলে সার্কিট হাউসের হলরুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন। অখজউ-এর সহযোগিতায়, সহযোগী সংস্থাগুলি এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডাঃ হালিদা হানুম আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি-জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, বাংলাদেশ জামায়াাতে ইসলামীর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, এনসিপি (উত্তরাঞ্চল) সংগঠক শাহ নজবুল হাসান সোহাগ।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন সিন্নামুল মহিলা সমিতির (এসএমএস) নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান।জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক (জিএস) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সামাজিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জিল্লুর খন্দকার, এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল আলম, এএলআরডি (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট) এর প্রতিনিধি এম রফিকুল ইসলাম, ভূমি সংস্কারের প্রতিনিধি মো. পরিষদ-জেলা শাখার রিক্তু প্রসাদ ও সিনিয়র সাংবাদিক সরকার মোহাম্মদ শহীদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএমএসের সহকারী পরিচালক মাহামুদুন্নবী লিপন।বক্তারা বলেন, দেশে ৫০ বছরেরও বেশি সময় ধরে নারী আন্দোলন চলছে, কিন্তু এখনও নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ হয়নি।তারা সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা আরও দাবি করেন, ভূমিতে নারীর অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি।
এই প্রেক্ষাপটে, বৈষম্যমুক্ত সমাজ গঠনের জন্য তারা পুরুষের মতো নারীদেরও ভূমির অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ হালিদা হানুম আক্তার তার বক্তব্যে বলেন, নারীর প্রতি সাধারণ মানুষের মানসিকতা পরিবর্তন না হলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না।
অনুষ্ঠানের শুরুতে, কাঞ্চিপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক এলিন ইসলাম নারী দিবসের উপর একটি মূল প্রবন্ধ পাঠ করেন।
0 Comments