প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

তারাকান্দায় ডিবির অভিযানে গাঁজা সহ গ্রেফতার

 

 

 



চরকা ডেস্ক ঃ

গত ১৮ মার্চ রাতে  জেলা গোয়েন্দা শাখা,(ডিবি) ময়মনসিংহ তারাকান্দা এর অভিযানে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১ জন।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন মধুপুর সাকিনস্থ ময়মনসিংহ হইতে শেরপুরগামী হাইওয়ে রোডের পূর্ব পার্শ্বে মোঃ ফাইজুর ইসলাম @ রনি এর কার ওয়াশ পাম্পের সামনের ফাঁকা জায়গায় হইতে ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ২২.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুর রহিম @ কালু (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-ফাতেমা বেগম, সাং-হরিয়াতলা মাইজপাড়া মোড়ল বাড়ী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারারী চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে  তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

Post a Comment

0 Comments