প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

নগরের কাশর থেকে ১১০ পিস টাপেন্টাডালট্যাবলেট উদ্ধার গ্রেফতার এক

 


   গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরের কাশর থেকে ১১০ পিস টাপেন্টাডাল ট্যাবলেট দেশীয় অস্ত্র সহ একজন গ্রেফতার করেছে

গত ১৩ মার্চ ২০২৫ ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ ক সার্কেল এর একটি টিম ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন কাশর জেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ পিস টাপেন্টাডল  ট্যাবলেট, মাদক বিক্রিত ৩০০০ টাকা এবং দেশীয় অস্ত্র ছুরি রামদা চাপাতি চাকু হকিস্টিক ও লাঠি সহ ১ জন গ্রেফতার। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়াী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments