বিশেষ প্রতিনিধি
ভালুকা
থানা এলাকায় বিশেষ অভিযানে ২২ কেজি ৭০০
গ্রাম গাঁজা ও একটি সিএনজি
সহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহগত ১২ মার্চ বিকালে এ দূর্ঘটনা
টি ঘটে।
র্যাব-১৪,
সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ১২ মার্চ
২০২৫ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৫.৪৫ ঘটিকায়
ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী ভরাডোবা সাগরদিঘী সাকিনস্থ ভরাডোবা টু ঘাটাইলগামী পাকা
রাস্তার উপর জনৈক ওয়াজ উদ্দিন এর বাড়ির সামনে
বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। ফারুক মিয়া
ওরফে অরুন মিয়া (৫২), পিতা-মৃত আব্দুল হাসিম, সাং-সাতমোড়া, থানা-নবীনগর, ২। মোঃ মনির
মিয়া (৪৮) পিতা-মৃত আব্দুর রহমান, সাং-সুলতানপুর, উভয় জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়‘কে ২২ কেজি
৭০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও একটি সিএনজি
সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪,৫৪,০০০/-(চার লক্ষ চুয়ান্ন হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর
করা হয়েছে।
0 Comments