চরকা রিপোর্ট ঃ
রবিবার ময়মনসিংহ সদর ও ত্রিশালে অভিযান চালিয়ে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী এবং এক ছিনতাই কারীকে গ্রেফতার করেছে র্যাব ১৪ ময়মনসিংহ । সিলেটে হত্যা মামলার আসামী ভালুকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১৪ র্যাব ৯ ।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র
একটি
আভিযানিক দল
০৯
মার্চ
২০২৫
খ্রি.তারিখ রাত অনুমান
২১:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার
ত্রিশাল থানাধীন বালিপাড়া ইউনিয়নের দলাবাজার সাকিনস্থ জনৈক
সেলিম
এর
বাড়ীর
সামনে
অভিযান
পরিচালনা করে
মাদক
ব্যবসায়ী বাবুল
(৫৫),
পিতা:
মৃত
শহিদুল্লাহ বেপারী,
মাতা:
মৃত-কহিনুর বেগম, সাং-ধলাবাজার, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ‘কে ৫২৫ (পাঁচশত
পঁচিশ)
পিস
ইয়াবা
ট্যাবলেটসহ গ্রেফতার করা
হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজার
মূল্য
১,৫৭,৫০০/-(এক
লক্ষ
সাতান্ন হাজার
হাজার
পাঁচশত
) টাকা।
ময়মনসিংহ'র
কোতোয়ালী থানা
এলাকায়
পৃথক
দুটি
অভিযানে ০১
(এক)
মাদক
ব্যবসায়ী ও ০১
(এক)
ছিনতাইকারী ‘কে
গ্রেফতার করেছে
র্যাব-১৪, সদর
কোম্পানি, ময়মনসিংহ
গত ০৯
মার্চ
২০২৫
খ্রি.
তারিখ
রাত
অনুমান
১৯:২০ ঘটিকায় র্যাব-১৪, সদর
কেম্পানীর একটি
আভিযানিক দল
ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন নাসিরাবাদ কলেজ
রোড
সংলগ্ন
"শিখা
ভ্যারাইটিজ স্টোর"
এর
সামনে
পাকা
রাস্তার উপর
একটি
বিশেষ
অভিযান
পরিচালনা করে
মাদক
ব্যবসায়ী উজ্জল
মিয়া
(৩৫),
পিতা:
মৃত-আব্দুল খালেক, সাং-গয়ালকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ'কে
৭০
(সত্তর)
পিস
নেশাজাতীয় ইনজেকশনসহ আটক
করা
হয়।
নেশাজাতীয় ইনজেকশনের আনুমানিক বাজার
মূল্য
১০,৫০০/- (দশ হাজার
পাঁচশত)
টাকা।
অপর
একটি
অভিযানে রাত
অনুমান
২০:৩০ ঘটিকায় র্যাব-১৪, সদর
কেম্পানির একটি
আভিযানিক দল
ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন
কৃষ্ণচুড়া চত্ত্বরের সামনে
পাকা
রাস্তার উপর
একটি
বিশেষ
অভিযান
পরিচালনা করে
ছিনতাইকারী মোঃ
পারভেজ
(২৮),
পিতা-
মোঃ
কামরুল
ইসলাম,
সাং-ঘুন্টির মোড়, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহ'কে
ছিনতাইকালে ব্যবহৃত একটি
ধারালো
চাকুসহ
গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার
কেতোয়ালী ও ত্রিশাল থানায়
হস্তান্তর করা
হয়েছে।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ও র্যাব-০৯, সদর কোম্পানি, সিলেট এর যৌথ অভিযানে
সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার খসরু মিয়া (২৮) হত্যা মামলার এজাহারনামীয় আসামী কামাল আহম্মেদ (২৫) ও নিনা বেগম
(২০) গ্রেফতার
সিলেট
জেলার দক্ষিণ সুরমা থানায় বাদী ফাহমিদা বেগম (২০), স্বামী-মৃত খসরু মিয়া, সাং-রাজবাড়ী ভড়াউট, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট এর দায়েরকৃত এজাহার
পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর সাথে আসামীদের জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি
২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকায়
আসামী কামাল আহম্মদ (২৫) ও মিনা বেগম
(২০) দ্বয় কাঠের চেলি দিয়ে বাদীর স্বামী নিহত খসরু মিয়া (২৮) কে উপর্যুপরি মারপিঠ
করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাদীসহ তার পরিবারের লোকজন ভিকটিম খসরু মিয়া (২৮) কে সিলেট এম.এ.জি ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারী
২০২৫ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকায়
মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের
স্ত্রী ফাহমিদা বেগম (২০) বাদী হয়ে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩/২৯, তারিখ-
২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩২৩/৩০২/৩৪ পেনাল কোড
১৮৬০ । ঘটনার পর
র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে।
এরই প্রেক্ষিতে, র্যাব-১৪,
সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-০৯,
সদর কোম্পানি, সিলেট‘র একটি যৌথ
আভিযানিক দল ০৯ মার্চ
২০২৫ খ্রি. তারিখ রাত অনুমান ২১.৪০ ঘটিকায়
ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন মাষ্টারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে খসরু মিয়া (৫৫) মামলার ০১নং এজাহারনামীয় আসামী কামাল আহম্মদ (২৫), পিতা- মৃত মনফর আলী, ২। নিনা বেগম
(২০), স্বামী- কামাল আহম্মদ, উভয় সাং- রাজীবাড়ি, ভড়াউট, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেটদ্বয়’কে গ্রেফতার করতে
সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে সিলেট জেলার
দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments